কলেজে ভর্তি হওয়া হলো না সিফাতের, ট্রেনের ধাক্কায় মৃত্যু
সোমবার (১৩ মে) রাতে গুলবাগ আনসার ক্যাম্পের সামনে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সিফাত হোসেন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে এ বছর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করেছে। সোমবার (১৩ মে) রাতে গুলবাগ আনসার ক্যাম্পের সামনে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিফাত শরিয়তপুর জেলার জাজিরা থানা কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী নবীনগর মীরহাজিরবাগ এলাকায় মা বাবার সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।
সিফাতের খালা রোজিনা বেগম জানান, এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সিফাত। গতকাল সোমবার বিকেলে সে খিলগাঁওয়ে আমার বাসায় আসে আমার বড় ছেলের কাছে পরামর্শ নিতে কোন কলেজে ভর্তি হবে। সন্ধ্যার পর আমার ছেলে অফিস শেষে বাসায় ফিরলে সিফাতকে ভর্তির বিষয়ে পরামর্শ দেয়। এরপর সিফাতকে যাত্রাবাড়ীর বাসায় পৌঁছে দেওয়ার জন্য বাসা থেকে বের হয়। গুলবাগ রেলগেট এলাকায় গেলে এশার আযান দেয়। তখন আমার ছেলে সিফাতকে দাঁড় করিয়ে নামাজে চলে যায়। কিছুক্ষণ পরেই আমার ছেলে জানতে পারে দুইটি ট্রেনের মাঝে পড়ে গুরুতর আহত হয়েছে সিফাত। পরে বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় সিফাতকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাগ্নে আর বেঁচে নেই।
আমার ভাগ্নের কলেজে ভর্তির আশা স্বপ্নই রয়ে গেল, সে আর কোনোদিন কলেজে ভর্তি হতে পারবে না বলে বিলাপ করেন তিনি।