কার জন্য কলেজের বাইরে অপেক্ষায় থাকতেন সালমান !
সালমনের প্রথম প্রেমের কাহিনি অনেকেরই অজানা। কে ছিলেন তার প্রথম ভালোবাসা? তার নাম শাহিন জাফরি। অতীত দিনের বিখ্যাত অভিনেতা অশোক কুমারের নাতনি তিনি, অভিনেত্রী কিয়ারা আদভানির ফুফু।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডে মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে পরিচিত সালমান খান। অভিনয়ে যেমন মন জিতেছেন দর্শকের, তেমনই রহস্যাবৃত প্রেমজীবনের কারণে বরাবর আলোচনায় থাকেন বলিউড অভিনেতা সালমান খান। তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রেক্ষাগৃহে থাকতে থাকতেই আবার শিরোনামে সালমানের প্রেম। বিয়ে না করলেও প্রেম যে একেবারেই করেননি সালমান তা তো নয়। সোম আলি, সংগীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ—সালমানের প্রেমিকাদের তালিকা আরও দীর্ঘ। তারা সবাই অভিনেত্রী।
কিন্তু সালমনের প্রথম প্রেমের কাহিনি অনেকেরই অজানা। কে ছিলেন তার প্রথম ভালোবাসা? তার নাম শাহিন জাফরি। অতীত দিনের বিখ্যাত অভিনেতা অশোক কুমারের নাতনি তিনি, অভিনেত্রী কিয়ারা আদভানির ফুফু। এতটাই গভীর প্রেমে পড়েছিলেন সালমান, যে তার মা-বাবার সঙ্গেও নাকি শাহিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি।
শাহিনের জন্য সালমান মুম্বাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের বাইরে অপেক্ষা করতেন। তিনি যখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন শাহিনের প্রেমে পড়েন। সালমানের পরিবারের লোকেরাও শাহিনকে খুবই পছন্দ করতেন। তারা চেয়েছিলেন সালমানের স্ত্রী হয়ে আসুন শাহিন। তখন সালমানের বয়স মাত্র ১৯। ছবিতে কাজ করাও শুরু করেননি। তবে সালমান-শাহিনের সম্পর্ক পূর্ণতা পায়নি, আলাদা হয়ে যান তারা।
সংগীতা বিজলানি সালমানের জীবনে আসার পর পরই শাহিনের সঙ্গে সম্পর্কোচ্ছেদের দিকে যান সালমান। সংগীতার সঙ্গে যখন দেখা হয় সালমানের, ততদিনে তিনি ‘ভারত সুন্দরী’ খেতাব জিতে নিয়েছেন। তার আগের সম্পর্ক থেকেও বেরিয়ে এসেছেন। এর পর সালমান আর সংগীতা ডেট করা শুরু করেন। একই জিমে শরীরচর্চা করতে যেতেন দুজনে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং প্রেমের সূত্রপাত। প্রায় ১০ বছর সম্পর্কে ছিলেন তারা। বিয়ের কথাও চিন্তাভাবনা করছিলেন। কিন্তু সোমি আলি সালমানের জীবনে এসে পড়ায় সংগীতার সঙ্গে সম্পর্ক ভাঙে সালমানের।
সোমির সঙ্গেও সম্পর্ক স্থায়ী হয়নি বলিউডের ভাইজানের। এর পর ঐশ্বর্য রাইয়ের প্রেমে পড়েন সালমান। সেই সম্পর্কও তিক্তভাবে শেষ হয়। ঐশ্বর্য হিংসার অভিযোগ এনেছিলেন সালমানের বিরুদ্ধে।
সালমানের জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এখন একাই আছেন তিনি। ‘পাঠান’-এ শাহরুখ খানের সঙ্গে এক দৃশ্যে অতিথি চরিত্রে অভিনয়ের পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে ঈদে বড়পর্দায় ফিরেছেন সালমান।
সূত্র: আনন্দবাজার পত্রিকা