কর্মস্থলে অনিয়মিত : প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিল রাজউক
প্রথম নিউজ, ঢাকা: রাজউকের উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প প্রণয়ন) জাহিদ হাসান কর্মস্থলে অনিয়মিত হওয়ায় প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর এবার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রোববার (৩১ ডিসেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেন।
রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ৩৭ (ক) ও ৩৭ (খ) ধারা অনুযায়ী কেন বিধি মোতাবেক উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প প্রণয়ন) জাহিদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাজউকের পক্ষ থেকে ওই কর্মকর্তাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, আপনি জাহিদ হাসান চঞ্চল, উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প প্রণয়ন) গত আগস্টে নির্বাহী প্রকৌশলীর (প্রকল্প প্রণয়ন) দপ্তরে পদায়ন কর হয়। যোগদানের পর হতে আপনি কর্মস্থলে অনিয়মিত। ফলে কর্মস্থলের কাজ বিঘ্নিত হচ্ছে। আপনাকে মৌখিকভাবে অনেকবার সতর্ক করা হয়। সতর্ক করার পরেও সংশোধিত না হওয়ায় আপনাকে লিখিতভাবে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়ত তলবের ৭ কার্যদিবসের মধ্যে প্রেরণের কথা থাকলেও আপনি আজ পর্যন্ত জবাব প্রদান করেননি। যা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৩৭ (ক), ৩৭ (খ) অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল। এই অবস্থায় তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।