কর্মচারী কল্যাণ বোর্ডের অনুদানের দেড় কোটি টাকা হাতিয়েছেন ইকবাল ও সাদ্দাম

আজ রোববার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এসব তথ্য জানান। কর্মচারী কল্যাণ বোর্ডের অনুদানের দেড় কোটি টাকা হাতিয়েছেন তারা

কর্মচারী কল্যাণ বোর্ডের অনুদানের দেড় কোটি টাকা হাতিয়েছেন ইকবাল ও সাদ্দাম

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সহযোগিতার নামে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতাররা হলেন- ইসমাঈল মাতুব্বর ওরফে আসিফ ইকবাল ও সাদ্দাম হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে অনুদানের দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন তারা।

শনিবার (২০ আগস্ট) মাদারীপুরের শিবচর থানার দত্তপাড়ার সূর্যনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও কয়েকটি সিম কার্ড জব্দ করা হয়। আজ রোববার রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এসব তথ্য জানান। কর্মচারী কল্যাণ বোর্ডের অনুদানের দেড় কোটি টাকা হাতিয়েছেন তারা

রেজাউল মাসুদ জানান, কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে আর্থিক সহায়তা পেতে সহযোগিতার নামে বিভিন্ন ব্যাংকের ডেবিট, ক্রেডিট (ভিসা/মাস্টার) কার্ডের তথ্য সংগ্রহ করতো তারা। এগুলো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এ সংঘবদ্ধ প্রতারক চক্র।

তিনি আরও জানান, কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সাধারণ চিকিৎসা, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথবিমা ও দাফনের জন্য অনুদানের অর্থ আবেদনকারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়। এ ইএফটির তালিকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

‘প্রতারক চক্র ওয়েবসাইট থেকে ইএফটির তালিকার তথ্য ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী পরিচয় দিয়ে আবেদনকারীর কাছ থেকে তাদের ব্যাংকের ডেবিট, ক্রেডিট (মাস্টার/ভিসা) কার্ড নম্বর, সিভিসি, সিভিভি নম্বর সুকৌশলে নিয়ে নিতেন। পরে তা ব্যবহার করে টাকা হাতিয়ে নিতেন।’

বিশেষ এ পুলিশ সুপার জানান, এ বিষয়ে সাইবার পুলিশ সেন্টারে (সিপিসি) একটি অভিযোগ আসে। এ অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে নেমে জানা যায়, অভিযোগকারী ছাড়াও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে অনুদানের অর্থ পেতে আবেদনকারীরা এ চক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom