কারাবন্দি নিহত: জাতিসংঘ ও রেডক্রসের তদন্তের দাবি ইউক্রেনের

রুশ অধিকৃত ভূখণ্ডে হামলায় ৫০ জনেরও বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন

কারাবন্দি নিহত: জাতিসংঘ ও রেডক্রসের তদন্তের দাবি ইউক্রেনের

প্রথম নিউজ, ডেস্ক : রুশ অধিকৃত ভূখণ্ডে হামলায় ৫০ জনেরও বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন। এ ব্যাপারে তদন্তের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘ এবং রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

শুক্রবারের হামলায় অন্তত ৪০ যুদ্ধবন্দি নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মাণ করা হিমার্স রকেট ব্যবস্থা দিয়ে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি কারাগারে ইউক্রেন হামলা করেছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এরই মধ্যে রেড ক্রস জানিয়েছে, তারা কারাগারে প্রবেশের চেষ্টা করছে। আহতদের সরিয়ে নেওয়া এবং চিকিৎসা দেওয়ার ব্যাপারে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকার কথাও জানানো হয়েছে।

ওই স্থানে হামলার ব্যাপারে অবশ্য ইউক্রেন ও রাশিয়া একে অপরকে দোষারোপ করেছে।

বেনামি একটি সূত্র থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া স্থানে বিছানা এবং খারাপভাবে পোড়া লাশের জটলা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (হিমার্স) শুক্রবার ওলেনিভকাতে একটি প্রাক-বিচার কারাগারে আঘাত করেছে বলে নিয়মিত ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সেখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের রাখা হয়েছিল। তাদের মধ্যে আজভ ব্যাটালিয়নের যোদ্ধারাও ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছে এবং ৭৫ জন আহত হয়েছে। কারাগারের আট জন কর্মী আহত হয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom