ক্যাটরিনার আবদার পূরণে এ কী করলেন ভিকি! 

ক্যাটরিনার আবদার পূরণে এ কী করলেন ভিকি! 

ক্যাটরিনার আবদার পূরণে এ কী করলেন ভিকি! 
ক্যাটরিনার আবদার পূরণে এ কী করলেন ভিকি! -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : স্ত্রীকে খুশি করতে কত কিছুই না করতে হচ্ছে ভিকিকে।আরও বেশি পুরুষালী চরিত্রে স্বামীকে দেখতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ।স্ত্রীর সেই আবদার পূরণ করেছেন তিনি।  

রাতারাতি লুক বদলে ফেলেছেন পর্দার ‘সর্দার উদম সিং’। দাঁড়ি-গোঁফ'সহ সামনে এলেন অভিনেতা।

পুরুষদের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে স্ট্রাইপড কোট, দাড়ি-গোঁফে নতুন চেহারায় ধরা দিয়েছেন ভিকি। পকেটে গোঁজা লাল গোলাপ। প্রথমে টুপিতে মুখ ঢেকে ছিলেন অভিনেতা। ধীরে ধীরে টুপি সরাতেই বেরিয়ে পড়ল নতুন মুখ। সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে ভিকি বলেছেন, ‘সবে তো শুরু!’

কিছুদিন আগেই হৃতিকের দাঁড়ি-গোফওয়ালা চেহারা দেখে আকৃষ্ট হয়েছিলেন ভিকি কৌশল ঘরণী। হৃতিকের এক বিজ্ঞাপনের লুক শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘এমন দাড়িগোঁফে ঠাসা পুরুষালি রোমাঞ্চ খুব পছন্দের!’ 

সেই পোস্টে ভিকিকেও ট্যাগ করেছিলেন ক্যাটরিনা। সঙ্গে ‘হুম’ লিখেছিলেন। যেন ইঙ্গিতে স্ত্রী বলছেন, ‘হৃত্বিককে দেখে অনুপ্রেরণা নাও’। ক্যাটরিনার সেই পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করে ওই প্রসাধনী সংস্থাকে ট্যাগ করেন ভিকি। 

আর লেখেন, ‘আমাদের কথা বলা দরকার’। সেই কথার পিছনের সত্যিটা শনিবার প্রকাশ্যে।

ভক্তরা ভীষণ মজা করছেন ভিকির এই পোস্ট দেখে। একজন লিখেছেন, ‘ক্যাটরিনার পাওয়ার’। অপর একজন, ‘তুমি যেই হও, বউয়ের কথা শুনতেই হবে’।
 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom