কুমিল্লায় সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের 

নিহতরা হলেন-  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে আজিজুল হক (৩৫) ও রবিউল হক (২৫)।

কুমিল্লায় সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের 

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে আজিজুল হক (৩৫) ও রবিউল হক (২৫)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মহাসড়কের চট্টগ্রাম লেনে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার আজিজুল ও রবিউল নামের দুই ভাই গুরুতর আহত হন। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এবং মরদেহ দুটি থানায় আনা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।