কক্সবাজার জেলা বিএনপি সভাপতির কাছে চাঁদা দাবি, ৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলা বিএনপি সভাপতির কাছে চাঁদা দাবি, ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম নিউজ, অনলাইন:   চাঁদা দাবির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া -টেকনাফ সংসদীয় আসনের সাবেক এমপি ও হুইপ  শাহজাহান চৌধুরী।

বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে তিনি এই মামলা দায়ের করেছেন। মামলায় ডিজিটাল অগ্রযাত্রা নামের একটি অনলাইন পোর্টালের তিন প্রতিবেদক এবং টেকনাফের দুইজন বিএনপি নেতার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন— অগ্রযাত্রা পোর্টালের প্রতিবেদক যথাক্রমে মেহেদী হাসান পলাশ, খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।
এছাড়াও রয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং টেকনাফের বাসিন্দা সুলতান আহামদ মেম্বার ও টেকনাফের সাবরাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক   ইমান হোসাইন।

বুধবার (২ জুলাই) দুপুরে দায়ের করা মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক। তদন্তভার দেওয়া হয়েছে পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বাদীর (শাহজাহান চৌধুরী) নিকট চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। দাবি পূরণ না হওয়ায় ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন পোর্টালে গত ৪ জুন শাহজাহান চৌধুরীকে নিয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।

প্রকাশিত সেই খবরে দাবি করা হয়, ‘৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।’ এই খবরে সাক্ষাৎকারের সূত্র হিসেবে অভিযুক্ত সুলতান আহমেদ ও ইমান হোসাইনের নাম উল্লেখ করা হয়।
 

ছমি উদ্দিন বলেন, ‘সংবাদে যেসব ব্যক্তি টাকা দেওয়ার দাবি করেছেন, তাদের সঙ্গে বাদীর কোনো ব্যক্তিগত বা আর্থিক সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সংবাদটি প্রচার করা হয়েছে।’

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।