কেকের মৃত্যুর পর সেই মঞ্চে এবার গাইলেন সোনু নিগম
কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর হার্ট অ্য়াটাকে মারা যান বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে।
প্রথম নিউজ, ঢাকা: ৩১ মে ২০২২ ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে কালো একটা দিন হয়েই থাকবে। ওইদিনই কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর হার্ট অ্য়াটাকে মারা যান বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে।
সেই মঞ্চেই এবার গাইলেন আরও এক বিখ্যাত শিল্পী সোনু নিগম। একের পর এক গানে দর্শকদের মন জয় করে নেন তিনি। সোনু নিগমকে গাইতে দেখে অনেকেরই মনে প্রায় এক মাস আগের ঘটনার স্মৃতি ফিরে আসে। কেকের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন সোনু নিগম।
কেকের ঘটনার পর নজরল মঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছিল। এসি না চালানো থেকে শুরু করে আসন সংখ্য়ার বেশি দর্শক ঢোকানো। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, রোববারের অনুষ্ঠান নিয়ে সতর্ক ছিল আয়োজক থেকে হল কর্তৃপক্ষ। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থাও করা হয়েছিল। একই সঙ্গে কেকে'র অনুষ্ঠানের মতো মাত্রাতিরিক্ত দর্শক হলে ঢোকানো হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews