কওমি বোর্ডগুলোর সঙ্গে সভা স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আজ সোমবার মন্ত্রণালয়ের পক্ষে উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কওমি বোর্ডগুলোর সঙ্গে সভা স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: আগামী ১০ আগস্ট অনুষ্ঠেয় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত সভাটি স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের পক্ষে উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে, ১০ আগস্ট অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করতে অপারগতা জানায় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত কর্তৃপক্ষ আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া। 

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অপারগতা জানিয়ে আসে একটি প্রতিনিধি দল। রবিবার (৭ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিলেন বোর্ডের অফিস ব্যবস্থাপক অছিউর রহমান।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী বুধবার সকালে অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom