ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ
মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম নিউজ, অনলাইন: ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার অনুষ্ঠানে মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনায় দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মঞ্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রায় বিশের অধিক বর্তমান ও সাবেক নেতা উপস্থিত ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ মঞ্চ ভেঙে যায়। মঞ্চে উপস্থিত সকলেই নিচে পড়ে যান। এ ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহ করতে চাইলে সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনাও ঘটে। সভামঞ্চ ভেঙে আহতরা হলেন- ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), শারমিন সুলতানা লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ ইসি মেম্বার), সাবরিনা চৌধুরী এবং ছাত্রলীগ নেতা বরিকুল ইসলাম বাঁধন।
পরে নেতাকর্মীদের সহায়তায় উঠে দাঁড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ১৯৭৫ এ আমরা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলাম, অনেককে হাসপাতালে যেতে হয়েছিল। আজ তো বক্তব্য দেয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতার দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এত নেতা কেন? এদিকে ঘটনার কিছুক্ষণ পর দাঁড়িয়ে আবারও নিজের বক্তব্য চালিয়ে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews