এলডিপি-গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠক
গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, অনলাইন: সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি-রূপরেখা নির্ধারণে গণতন্ত্র মঞ্চ ও এলডিপিসহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বিকালে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান আন্দোলন যে পর্যায়ে এসেছে এখন জাতির সামনে একটি বার্তা দেয়ার সময় এসেছে। আগামী ১২ তারিখে আমরা সেই বার্তাটাই দেবো। সে বিষয়ে আমাদের যৌথ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আর যৌথভাবে আগামীতে আমাদের আন্দোলন এগিয়ে যাবে। সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদের এই আন্দোলন। যুগপৎভাবে আমাদের এই আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে। রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে ঘোষণা হবে। ‘চলমান আন্দোলনে ৩৬টি রাজনৈতিক দল রয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হচ্ছে কিনা বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে কিনা’ এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, আমরা যথেষ্ট সময় নিয়ে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। আগামীতেও যুগপৎ আন্দোলন নিয়ে আমরা এগিয়ে যাবো।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষে সাইফুল হক বলেন, বাংলাদেশ এখন পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। মানুষ এই সরকারের পরিবর্তন চায়। এ পর্যায়ে আমাদের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে ১২ই জুলাই। চলমান আন্দোলনকে নতুন পর্যায়ে নিয়ে যাবে নতুন স্তরে উন্নীত করবে। সেই বিষয়ে আমাদের ঐক্যমত হয়েছে।
পরে বিকাল সাড়ে ৫টায় ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদের পক্ষে বৈঠকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, সহকারী আহ্বায়ক জে আবেদীন শিশির, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবীর, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান, সহকারী সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে রাত সাড়ে ৭টায় এলডিপির সঙ্গে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। অন্যদিকে বৈঠকে এলডিপির পক্ষে অংশ নেন দলটির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাসেম। রাতে লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দরা।