এবার রাখি সাওয়ান্তের আগুনে ঘি ঢাললেন শার্লিন চোপড়া!
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান দ্বন্দ্ব দিনদিন আরও জটিল হচ্ছে
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান দ্বন্দ্ব দিনদিন আরও জটিল হচ্ছে। আর এর মধ্যেই তাদের মধ্যে ঢুকে পড়ে রাখির আগুনে ঘি ঢাললেন শার্লিন চোপড়া।
বলিউডের এই দুই ‘ড্রামা কুইন’— একে অপরের চরম শত্রু। সম্প্রতি মি’টু অভিযোগে রাখির নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শার্লিন। এ বার রাখির বরের পক্ষ নিলেন অভিনেত্রী। বললেন, রাখির বর আদিল খুবই বিচক্ষণ ছেলে, এমন মেয়ের চক্করে কী ভাবে ফেঁসে গেল কে জানে?
সম্প্রতি একটি ভিডিওতে শার্লিন বলেন, ‘এই দুজনকে নিয়ে কীই বা বলব! তবে ওর সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে ছেলেটা বুদ্ধিমান। কীভাবে এই ঝামেলায় ফেঁসে গেল কে জানে!’
জেলে আদিলের সঙ্গে দেখা করতে যান শার্লিন। তার কথায়, ‘আমি ওকে মুখের উপর বলেছি, কী যে করলে! কী ভাবে ফাঁসলে এই চক্করে?’
পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় আদিল খান দুরানিকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। ৮ ফেব্রুয়ারি আন্ধেরি আদালতে পেশ করা হয় তাকে।
এদিকে রাখি সাওয়ান্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান মামলা নতুন মোড় ধারণ করেছে। আদিলের বিরুদ্ধে নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ করেছেন রাখি। বিশেষ সাক্ষাৎকারে ইটাইম টিভিকে তিনি এসব কথা বলেন।
‘তনু চাড্ডালকে আদিলের বিয়ে করার পরিকল্পনা’ উল্লেখ করে রাখি বলেন, ‘আদিল আমার নগ্ন ভিডিওগুলো নিয়ে মানুষের কাছে বিক্রি করেছে। এজন্য সাইবার ক্রাইম বিভাগে আমার মামলা চলছে। এখন তনুকে নিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আদিল।’
আদালতে রাখি বলেন, আদিলের জামিন পাওয়া উচিত নয়। আমি নির্যাতনের শিকার হওয়ার পর চিকিৎসা করাই।আদিল আমার সঙ্গে প্রতারণা ও নির্যাতন করেছে। তার যেন জামিন না হয়। আদিল আমার ওটিপি নিয়েছে এবং আমার টাকা চুরি করেছে। সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে।’
এদিকে আদিলের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তাই জামিন আবেদন সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।