একাদশে ফিরলেন সাকিব, হাসান মাহমুদের টেস্ট অভিষেক
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা, ফলে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।
এই টেস্ট দিয়ে ১১ মাস পর সাদা পোশাকে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছে পেসার হাসান মাহমুদের। তাদের দুজনকে জায়গা করে দিয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। অর্থাৎ দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, লাহিরু কুমারা।