এই নির্বাসিত গণতন্ত্রের জন্য ৩০ লাখ মানুষ জীবন দেয়নি: নুর
প্রথম নিউজ, ঢাকা : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণতন্ত্র আগেই নির্বাসিত হয়ে গেছে। গণতন্ত্র যদি থাকে তাহলে সাবেক একজন প্রধানমন্ত্রীকে কেন বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না? এই নির্বাসিত গণতন্ত্রের জন্য ৩০ লাখ মানুষ জীবন দেয়নি।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ইউনাইটেড ল’ইয়ারর্স ফ্রন্টের ‘নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আপনারা পুলিশের মধ্যে দেখেন, ৮ থেকে ১০ জন ব্যক্তি ওপর-নিচ সব খাচ্ছে। ৬০ থেকে ৭০ হাজার বেতনের ব্যক্তি গুলশানে ফ্ল্যাট কিনছে, তাদের ভাইদের এমপি বানাচ্ছে।
তিনি বলেন, এই আওয়ামী লীগ জেনেটিক্যালি, ফ্যাসিস্ট বাকশালী দল। এটা মান্না ভাই বাদল ভাই সবাই বলে। জাসদ, ইনু কীভাবে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলায়। ভোট ভিক্ষা চায়। তাদের অনেক নেতাকে আওয়ামী লীগ হত্যা করেছে।
নুর বলন, আমাকে হাইকোর্ট তলব করেছেন। আমি খুশি হয়েছে। উনারা যদি অপকর্ম করে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে।