উপস্থাপক আনজাম মাসুদের মা আর নেই
প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের মা আর নেই। রোববার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আনজাম মাসুদের মা। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন। গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে আজ বাদ আসর তাকে দাফন করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews