উত্তরায় হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

উত্তরায় হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা: উত্তরার আবাসিক হোটেল থেকে ডুগাল্ড ফিনলাসন (৬০) নামে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ‌্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের মেরিনো আবাসিক হোটেলের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, ডুগাল্ড ফিনলাসন টুরিস্ট ভিসায় এ দেশে এসেছিলেন। চলতি মাসের ২০ তারিখ থেকে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে ছিলেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি রুমেই খাওয়া-দাওয়া শেষ করেন। সকালে তার চীনের এক বন্ধু হোটেলে এসে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন। তারা ভেতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। 

পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণে তিনি মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom