ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
অগ্রিম টিকিটের ৫০ ভাগ মিলবে কাউন্টারে এবং ৫০ ভাগ অনলাইনে।
প্রথম নিউজ, অনলাইন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন কোম্পানির দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিন হওয়ায় অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে। ফলে যাত্রীরা কোন প্রকার ঝামেলা ছাড়াই স্বস্তিতে টিকিট কাটতে পারছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ৭ই জুলাই তারিখের টিকিটের চাহিদা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের মাঝে। এদিকে, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১লা জুলাই থেকে। চলবে ৫ই জুলাই পর্যন্ত। অগ্রিম টিকিটের ৫০ ভাগ মিলবে কাউন্টারে এবং ৫০ ভাগ অনলাইনে। ১লা জুলাই ৫ই জুলাইয়ের, ২রা জুলাই ৬ই জুলাইয়ের, ৩রা জুলাই ৭ই জুলাইয়ের, ৪ঠা জুলাই ৮ই জুলাইয়ের এবং ৫ই জুলাই ৯ই জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews