ইসমাইল হানিয়াকে হত্যায় ইসরাইলের ‘নির্লজ্জ স্বীকারোক্তির’ তীব্র নিন্দা ইরানের
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকারকে ইসরাইলের ‘নির্লজ্জ স্বীকারোক্তি’ বলে নিন্দা জানিয়েছে ইরান। পাশাপাশি হত্যাকাণ্ডটিকে ‘জঘন্য অপরাধ’ বলেও অভিহিত করেছে তেহরান। এ বছরের মাঝামাঝি সময় ইসমাইল হানিয়াকে ইরানের মধ্যে হত্যা করেছে ইসরাইল। যার আনুষ্ঠানিক স্বীকারোক্তি দিল সোমবার। এর একদিন পর মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়েছে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইরান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সংস্থাটির মহাসচিবকে লেখা এক চিঠিতে বলেছে, ‘এই নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে প্রথমবারের মতো জঘন্য কোনো অপরাধের দায় স্বীকার করেছে ইসরাইলের সরকার।’ সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্বীকার করেছেন যে- তেল আবিব ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য দায়ী।
প্রসঙ্গত, হানিয়া ছিলেন হামাসের উচ্চ পর্যায়ের একজন নেতা। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ৩১শে জুলাই তেহরানের একটি গেস্টহাউসে হত্যা করা হয় তাকে। জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ইসরাইলের এজেন্টরা একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। যার আঘাতে প্রাণ হারান ইসমাইল হানিয়া। তবে সোমবারের আগ পর্যন্ত এ হত্যার দায় স্বীকার করেনি ইসরাইল।