ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে ২০ কোটি রুপির টোপ
শর্ত একটাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। সারা বিশ্বে একাধিক দেশের টি ২০ লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল রয়েছে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: দেশের হয়ে খেলে যে অর্থ ক্রিকেটাররা পান, তার চেয়ে অনেক বেশি অর্থ দিতে প্রস্তুত আইপিএলের দলগুলো। শর্ত একটাই, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। সারা বিশ্বে একাধিক দেশের টি ২০ লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর দল রয়েছে। সেসব লিগে ক্রিকেটারদের খেলাতে চাইছে তারা। সেই কারণে কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনটাই দাবি ‘টাইমস লন্ডন’ সংবাদমাধ্যমের।
যদিও সেই ক্রিকেটাররা কারা এবং কোন কোন দল এমন প্রস্তাব দিয়েছে তা জানায়নি ওই সংবাদমাধ্যম। ওই ছয় ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ছেড়ে বেরিয়ে আসতে। আইপিএলের দলগুলো তাদের সঙ্গে সারা বছরের জন্য চুক্তি করবে। বিপুল টাকা ব্যয় করতেও রাজি তারা।
আগামী দিনে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। ক্লাবের হয়ে খেলাই মূল হবে তখন। মাঝে দেশের হয়ে কখনো কখনো খেলা হবে। ওই সংবাদমাধ্যমের দাবি, এই বছরের শেষেই ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে পারে আইপিএলের দলগুলো।
সারা বিশ্বের টি ২০ লিগগুলোতে আইপিএলের দলগুলোর দাপট থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছে ওই সংবাদমাধ্যম। শুধু ইংল্যান্ডের ছয়জন ক্রিকেটার নন, এমন প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ার এক টি ২০ ক্রিকেটারের কাছেও। আরও অনেক ক্রিকেটারের কাছেই এমন প্রস্তাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারদের সারা বছর খেলানোর জন্য ২০ কোটি রুপির বার্ষিক চুক্তি করতেও রাজি আইপিএলের দলগুলো।