ইউরোপে তেল-গ্যাস রপ্তানি আরও কমাতে পারে রাশিয়া
নরওয়ে ও যুক্তরাজ্যের গ্যাস ক্ষেত্রগুলোতে বিভ্রাট দেখা দেওয়ায় ইউরোপে তেল-গ্যাস রপ্তানি আরও কমাতে পারে রাশিয়া
প্রথম নিউজ, ডেস্ক : নরওয়ে ও যুক্তরাজ্যের গ্যাস ক্ষেত্রগুলোতে বিভ্রাট দেখা দেওয়ায় ইউরোপে তেল-গ্যাস রপ্তানি আরও কমাতে পারে রাশিয়া।
এতে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম আরেক দফা বেড়েছে। খবর রয়টার্সের।
কাজাখস্তান থেকে রাশিয়া হয়ে জ্বালানি তেল বহন করে আনার একটি পাইপলাইন সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে জ্বালানি সরবরাহজনিত বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপ।
চলতি বছর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ৭৫ শতাংশ হ্রাস পাওয়ার পর তেল পাইপলানের এ বিঘ্ন বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত মহাদেশটির জ্বালানি উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
সিপিসি (ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম) পাইপলাইন সিস্টেম সোমবার জানায়, তাদের কৃষ্ণ সাগর টার্মিনালের তিনটি মুরিং পয়েন্টের মধ্যে দুটি থেকে তেল রপ্তানি বন্ধ রাখা হয়েছে।
বিশ্বের প্রায় ১ শতাংশ জ্বালানি তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করে সিপিসি আর এই কনসোর্টিয়ামের বৃহত্তম শেয়ারহোল্ডার রাশিয়ার পাইপলাইন ফার্ম ট্রান্সনিয়েফ্ত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews