আ.লীগের ধানমন্ডি কার্যালয় পরিদর্শনে যাবে মার্কিন পর্যবেক্ষক দল
প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল।
আগামীকাল শুক্রবার বিকেলে পর্যবেক্ষক দল কার্যালয় পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. সায়েম খান।
বিজ্ঞাপন
তিনি বলেন, মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দল আগামীকাল নেত্রীর রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে আসবেন।
সরেজমিন দেখা যায়, মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের আগমন উপলক্ষ্যে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।