আবার সংঘর্ষে চবি ছাত্রলীগের ২ গ্রুপ, পুলিশসহ আহত ১৩
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রথম নিউজ, চবি: পূর্ব ঘটনার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। গ্রুপ দুটি হলো- সিএফসি ও সিক্সটি নাইন। এসময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৩ জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষ শুরুর দুই ঘণ্টা পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় নিয়ন্ত্রণ আনা হয়। উভয় গ্রুপকে হলে প্রবেশ করিয়ে দেয়া হয়। কিন্তু এরপর রব হলে অবস্থান করা সিএফসি গ্রুপের আরেকটি পক্ষ এসে সিক্সটি নাইনের উপর হামলা চালায়। এর জের ধরে আবারও সংঘর্ষ শুরু হয় যা এখনো চলছে।
এ ব্যাপারে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, সংঘর্ষ শুরু থেকেই আমরা ঘটনাস্থলে রয়েছি। আমরা উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। এমনকি হলেও ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ আগে আরেক হল (রব) থেকে একটি গ্রুপ এসে মারামারিতে যোগ দেয় এবং আবারও সংঘর্ষ শুরু হয়।
আমরা অতিরিক্ত পুলিশের জন্য এসপিকে বলেছি। পুলিশ আসলে আমরা আবার নিয়ন্ত্রণের চেষ্টা করবো। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি টিয়ার শেল গ্যাস নিক্ষেপের জন্য। তবে শিক্ষার্থীরা ছড়িয়ে থাকায় তারা রাজি হননি।