আফ্রিদির বাগদত্তা ঈর্ষা করেন নারী ভক্তদের!
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির বড় কন্যা আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশটির তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির বড় কন্যা আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেশটির তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। গত বছর দুই পরিবারের সম্মতিতে বিয়ে খবরটি নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান। শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে প্রেমের জীবন নিয়ে সম্প্রতি খোলামেলা আলোচনা করেছেন শাহীন আফ্রিদি। সেখানে জবাব দিয়েছেন, আকসার সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় স্বপ্ন এখন পূরণ হয়েছে বাঁহাতি পেসারের।
পাকিস্তানের টিভি নিউজ চ্যানেল জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে শাহীন আফ্রিদি বলেন, ‘আমার স্বপ্ন এখন পূরণ হয়েছে। আমি তার সঙ্গে দেখা করেছি এবং শীঘ্রই তাকে আবার দেখতে পাব। আমি আমার হৃদয়ের মানুষকে খুঁজে পেয়েছি এবং এটাই আমার জন্য যথেষ্ট।’
আফ্রিদিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আকসা তার নারী ভক্তদের জন্য ঈর্ষান্বিত কিনা? এর জবাবে তরুণ পেসার জানান, পুরোপুরি নিশ্চিত না হলেও এমনটি অনুভব করেন তিনি। আফ্রিদি বলছিলেন, ‘আমি নিশ্চিত নই, হয়তো সে এমন কিছু অনুভব করে।’
বিয়ের প্রশ্নের জবাবে পাকিস্তানি এই পেসার বলেন, এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। আফ্রিদি বলেন, ‘এই মুহূর্তে তার পুরো মনোযোগ ক্রিকেটে এবং আকসাকে তার পড়াশোনাও শেষ করতে হবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews