আপাতত গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আপাতত গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
আপাতত গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রথম নিউজ, ডেস্ক: আপাতত গ্রেপ্তার করা যাবে না নূপুর শর্মাকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হযরত মোহাম্মদকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে যে ৯টি মামলা দায়ের হয়েছে, তার ভিত্তিতে প্রাক্তন বিজেপি মুখপাত্রকে গ্রেপ্তার করা যায় না বলে আজ জানাল শীর্ষ আদালত। নূপুর অনুরোধ করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা একত্রিত করা হয়। আজ সে অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলোর কী প্রতিক্রিয়া তা জানতে চেয়েছে আদালত। 

নূপুর শর্মার অনুরোধের বিষয়টি আগামী ১০ আগস্ট বিবেচনা করবে শীর্ষ আদালত। ততদিন তাঁর বিরুদ্ধে আর কোনও মামলা দায়ের করা যাবে না বলে জানানো হয়েছে। যে ৯টি রাজ্যকে বিজেপি নেত্রীর অনুরোধের জবাব দিতে বলা হয়েছে তারা হল দিল্লি, মহারাষ্ট্র, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর এবং আসাম। নূপুর শর্মার আইনজীবী সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, আদালতের নির্দেশের জেরে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন নূপুর। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom