আতাতুর্ক মাঠে বিএন‌পি নেতার জানাজায় পুলিশের বাধা, জনমনে ক্ষোভ

হৃদ রো‌গে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই নেতার বিকেল ৪টায় দাগনভূঞা আতাতুর্ক আদর্শ সরকারি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে জানাজা হওয়ার কথা থাকলেও তা হতে দেয়নি প্রশাসন।

আতাতুর্ক মাঠে বিএন‌পি নেতার জানাজায় পুলিশের বাধা, জনমনে ক্ষোভ
আতাতুর্ক মাঠে বিএন‌পি নেতার জানাজায় পুলিশের বাধা, জনমনে ক্ষোভ

প্রথম নিউজ, ফেনী: শুক্রবার ভোর রা‌তে ইন্তেকাল করেন ফেনীর দাগনভূঞা উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক শাহাদাত হো‌সেন (৫০)। ইন্না‌লিল্লা‌হি ওয়াইন্নাইলাইহি রা‌জিউন।হৃদ রো‌গে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই নেতার বিকেল ৪টায় দাগনভূঞা আতাতুর্ক আদর্শ সরকারি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে জানাজা হওয়ার কথা থাকলেও তা হতে দেয়নি প্রশাসন।

ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফেনী জেলা বিএন‌পির আহ্বায়ক শেখ ফ‌রিদ বাহার জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জানাজায় অংশ নিতে আতাতুর্ক মাঠে অসংখ্য জনতা জড়ো হন। কিন্তু পুলিশ তাদেরকে সেখানে জানাজা পড়তে বাধা দেয়।

‌পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক সাইফুর রহমান অভি‌যোগ ক‌রে বলেন,পু‌লিশ জানাজার মাইকিংয়েও বাধা প্রদান ক‌রে। নির্ধা‌রিত সম‌য়ের আগে বাড়ি‌তে পু‌লিশ এসে আতাতুর্ক মা‌ঠে জানাজা কর‌তে নি‌ষেধ ক‌রে। ফ‌লে নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা ক‌রে সেকান্তরপু‌র মিনাজী ভূঁইয়‌া বাড়ী সম্মুখস্থ স্থা‌নে বাদ আসর অনু‌ষ্ঠিত জানাজায় অংশ নেয়।

এ সময় জেলা বিএন‌পির আহ্বায়ক শেখ ফ‌রিদ বাহার, সদস‌্য স‌চিব আলাল উদ্দিন, উপ‌জেলা চেয়ারম‌্যান ও জেলা যুবলীগ সভাপ‌তি দিদারুল ক‌বির রতন, উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি কামাল উদ্দিন প্রমুখ বক্তব‌্য রা‌খেন।‌ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়।

আতাতুর্ক মা‌ঠে জানাজা কর‌তে না দেয়ায় এলাকার জনম‌নে ক্ষোভ বিরাজ কর‌ছে ব‌লে জানান দলীয় নেতারা। এ বিষয়ে জান‌তে চাই‌লে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম অভিযোগ অস্বীকার ক‌রে ব‌লেন, জানাজায় বাধা দেয়া হয়‌নি। আতাতুর্ক মা‌ঠে‌ তো ক‌ফিনই আনা হয়‌নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom