আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘সব বিভাগে কম বেশি বৃষ্টি হবে। তবে উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
প্রথম নিউজ, ঢাকা: দেশের আট বিভাগেই আজ বুধবার বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের যে আট জেলায় ও এক বিভাগে মৃদু তাপপ্রবাহ বইছে তা কিছুটা কমে আসতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু ‘এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘সব বিভাগে কম বেশি বৃষ্টি হবে। তবে উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে। যেসব জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, তা কিছুটা প্রশমিত হতে পারে।’
সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া বাকি সব বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে ২৩ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews