আজও ঢাকার প্রবেশ পথে পুলিশের কড়াকড়ি
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকার প্রবেশ পথে গিয়ে দেখা যায়- সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে মোট ৪টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কোথায় হবে তা নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চাইলেও সরকার সে অনুমতি দিচ্ছে না।
উদ্ভূত এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালের মতো আজও ঢাকার প্রবেশ পথে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান কঠোর লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মহাসড়কে যানবাহন কম রয়েছে। যাত্রীর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম দেখা যাচ্ছে।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকার প্রবেশ পথে গিয়ে দেখা যায়- সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে মোট ৪টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।
ডিএমপির ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টর নুরুল ইসলাম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় প্রস্তুত থাকি। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের দায়িত্ব পালন করছি, যাতে দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে। এ মহাসড়কে পুলিশের অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews