অনুশীলন মাঠ থেকেই ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো
তাঁর অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই রোনালদোকে সৌদি আরব ছেড়ে যেতে বলেছেন।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। বিপাকে আছে তাঁর ক্লাব আল–নাসরও। সর্বশেষ দুই ম্যাচে ড্র করে এবং হেরে এখন শঙ্কায় পড়েছে আল–নাসরের শিরোপা জয়ের সম্ভাবনাও। অন্যদিকে দৃষ্টিকটুভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে এবং গ্যালারিতে উপস্থিত দর্শকদের উদ্দেশে অশুভন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন রোনালদো।
তাঁর অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই রোনালদোকে সৌদি আরব ছেড়ে যেতে বলেছেন। এ পরিস্থিতিতে দুঃসময় ভুলতে হয়তো নিজেকে অনুশীলনে উজাড় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। পাশাপাশি কিংস কাপের সেমিফাইনালের প্রস্তুতিও সারছেন পর্তুগিজ তারকা। ছন্দে ফিরতে অনুশীলনে ব্যস্ত সময় পার করলেও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি রোনালদো।
অনুশীলনের একাধিক ছবির সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন ‘সিআর সেভেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘সেমিফাইনালের প্রস্তুতি নিয়ে মনোযোগী।’ আর এরপরই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা, ‘আজ যাঁরা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’ সৌদি আরব গতকাল ঈদ উদ্যাপন করলেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আজ ঈদ উদ্যাপন করছে।
সৌদি লিগে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থাকার পর ২৪ ম্যাচে আল–নাসরের পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ৩০ ম্যাচের লিগে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে লিগ শিরোপা জেতা রোনালদোদের সহজ হবে না। তবে লিগ ম্যাচে মাঠে নামার আগে আগামী মঙ্গলবার কিং কাপের সেমিতে আল ওয়েহদার মুখোমুখি হবে আল–নাসর।