অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে জুয়েল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে জুয়েল নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে খালাস দেন।


জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩ জুলাই রাতে জুয়েল তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের জন্য মারধর করেন। ঘটনাস্থলেই লাইলী মারা যান। ঘটনাটি ধামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জুয়েল প্রচার করতে থাকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: