অনাকাঙ্ক্ষিতভাবে প্রেসিডেন্ট নিহত হলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন ইরানের

বৃষ্টি হওয়ায় এবং রাস্তা না থাকায় ওই এলাকায় গাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না।

অনাকাঙ্ক্ষিতভাবে প্রেসিডেন্ট নিহত হলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন ইরানের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে নিয়ে হেলিকপ্টার কি রকম দুর্ঘটনার শিকার হয়েছে, তাতে তার এবং সঙ্গীদের কি পরিণতি হয়েছে তা কোনোভাবেই পরিষ্কার করে জানা যাচ্ছে না। উদ্ধারকারীরা পায়ে হেঁটে যাত্রা করেছেন দুর্গম ওই অঞ্চলে, যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃষ্টি হওয়ায় এবং রাস্তা না থাকায় ওই এলাকায় গাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। যদি অনাকাঙ্খিতভাবে প্রেসিডেন্টের মৃত্যু ঘটে তাহলে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। রাজধানী তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সরদার বলছেন, যদি  আকস্মিকভাবে প্রেসিডেন্টের প্রাণহানী হয় তাহলে ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন প্রেসিডেন্টের। এই পদে বর্তমানে আছেন মোহাম্মদ মোখবর।

তবে সেক্ষেত্রে সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির অনুমোদন  লাগবে। ইরানে রাজনৈতিক উত্তরাধিকার অনুযায়ী, রাষ্ট্রের প্রধান হলেন সুপ্রিম নেতা। প্রেসিডেন্টকে দেখা হয় সরকারের প্রধান হিসেবে। তাকে দেখা হয় সেকেন্ড ইন কমান্ড হিসেবে।