অধরা খান জানুয়ারিতে আসছেন

অধরা খান জানুয়ারিতে আসছেন
অধরা খান জানুয়ারিতে আসছেন

প্রথম নিউজ, অনলাইন : বদলে গেল চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান অভিনীত ‘বর্ডার’- ছবির নাম। ‘সুলতানপুর’ নামে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেয়া হলে আনকাট ছাড়পত্র পায় ছবিটি। ছবিটির পরিচালক সৈকত নাসির। তিনি জানান, বর্ডার-এর পরিবর্তিত নাম ‘সুলতানপুর’। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন। জানা গেছে, অধরা ‘সুলতানপুর’ নিয়ে হাজির হচ্ছেন নতুন বছরের জানুয়ারিতেই। ছবির অন্যতম একটি গুরুত্বপূর্ণ  চরিত্রে তিনি অভিনয় করেছেন। ছবির কাহিনী লিখেছেন আসাদ জামান। 

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা। অধরা খান বলেন, ছবিটির শুটিং আমরা খুব ভালোভাবে শেষ করেছিলাম। তবে কিছু জটিলতার কারণে ছবিটির সেন্সর পেতে একটু দেরি হয়। তবে এরইমধ্যে এটি সেন্সর পেয়েছে এবং সেন্সর বোর্ডের সদস্যরা খুব প্রশংসাও করেছেন ছবিটির। ছবিটিতে আমি নিজের শতভাগ দিয়েই কাজ করেছি। একেবারেই অন্যরকম একটি চরিত্র। চ্যালেঞ্জ ছিল। আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে আমার ক্যারিয়ারেও অন্য মাত্রা যোগ হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom