৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া এবং সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়।
প্রথম নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে পৌনে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশা উপেক্ষা করে রাতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল করছিল। তবে ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীতে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে দুইটি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।
সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু: ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে সাড়ে সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বুধবার দিনগত রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর-হরিণাঘাট ঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews