হবিগঞ্জে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

হবিগঞ্জে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কামাইছড়া চা বাগানে এক মহিলার আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  জানান, নাশকতামূলক কোনো কিছু এখনও আমরা পাইনি। তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।