হঠাৎ মিরপুরের মাঠে সাকিব
আয়ারল্যান্ড সিরিজে পাওয়া আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান
প্রথম নিউজ, ডেস্ক : আয়ারল্যান্ড সিরিজে পাওয়া আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিকালে হঠাৎ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের মাঠে দেখা গেলো বাংলাদেশের অধিনায়ককে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার।
মঙ্গলবার দুপুর থেকে ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়। মিরপুরের সেন্টার উইকেট ও ইনডোরে ঘাম ঝরাচ্ছিলেন ক্রিকেটাররা। হুট করে সাকিব চলে আসেন ইনডোরে, যখন কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুশীলন করাচ্ছিলেন। লঙ্কান কোচের সঙ্গে হাসিমুখে আলাপ করতে দেখা যায় তাকে। সতীর্থদের অনুশীলনও দেখেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৪ জুনের টেস্টে সাকিব খেলছেন না। তার বদলে টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে সীমিত ওভারের সিরিজে আবারও দলে সাকিবকে পাওয়ার আশা।
ঈদের ছুটি শেষে আগামী ৫ জুলাই শুরু হবে তিন ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক এই প্রতিদ্বন্দ্বিতা।