সিলেটের শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর

সিলেটের শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল
সিলেটের শাহী ঈদগাহে মুসল্লিদের ঢল-প্রথম নিউজ

প্রথম নিউজ, সিলেট : সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী)। 

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিরা। 

করোনার কারণে গত দুই বছর ঈদগাহে নামাজ আদায় করতে না পারায় এবার মুসল্লিদের ঢল নেমেছিলো শাহী ঈদগাহে। ঈদগাহ ছাড়াও আশপাশের প্রায় এক কিলোমিটার রাস্তায় বসেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এছাড়া শাহজালাল দরগাহ মাজার মসজিদ,সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদ,পুলিশ লাইন্স জামে মসজিদ, টিলাগড় মাদানী ঈদগাহ, জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদ, রেজিস্টারি মাঠ, সিলেট জর্জ কোর্ট জামে মসজিদ, মদিনা মার্কেট জামে মসজিদসহ নগরের ৪৪৪টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেজন্য আজ সকাল সাড়ে ছয়টা থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন। 

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom