সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
দুঘর্টনার খবর পেয়ে হাজারো মানুষ এসে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়েছেন। রাত ১০ টার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, সিলেট: সিলেটের জৈন্তাপুরের দরবস্তে যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুঘর্টনার খবর পেয়ে হাজারো মানুষ এসে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়েছেন। রাত ১০ টার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন- সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও দরবস্ত থেকে ছেড়ে আসা টমটম গাড়ির মধ্যে এ মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে স্থানীয় শ্রীখেল গ্রামের দু’জন রয়েছেন। নিহতদের বাড়ি স্থানীয় এলাকায় বলে জানা গেছে। নিহতদের মধ্যে টমটম চালক কামাল আহমদও রয়েছেন।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন- মুষলধারে বৃষ্টির সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজন সড়কে অবস্থান নিয়েছেন।