সার্ভারে ত্রুটি থাকায় একাদশে ভর্তি আবেদন বিলম্ব

দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সার্ভারে ত্রুটি থাকায় একাদশে ভর্তি আবেদন বিলম্ব

প্রথম নিউজ, অনলাইন: সার্ভার জটিলতায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়নি। যদিও আজ সকাল ৮টা থেকে এ আবেদন শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু সেটিও সম্ভব হয়নি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করা সাদিকুর রহমান দিনভর চেষ্টা করেও ভর্তির আবেদন করতে পারেনি। রাতে সাদিকুর রহমান বলেন, প্রথমে ভেবেছিলাম আমাদের কম্পিউটার ও ইন্টারনেটে সমস্যা হয়েছে। পরে কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম। এখন শুনছি সার্ভার জটিলতা। 

ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে এবারও তিন ধাপে আবেদন, ফল প্রকাশ এবং মাইগ্রেশনের পর চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ১৫-২৫শে জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে। এরপর ৩০শে জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।