স্মার্ট বাকশাল প্রতিষ্ঠা করতেই তামাশার নির্বাচন: ডা. ইরান

শনিবার (৩০ ডিসেম্বর) পল্টন কালভার্ট রোড এলাকায় বাংলাদেশ লেবার পার্টি পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ গণসংযোগ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।

স্মার্ট বাকশাল প্রতিষ্ঠা করতেই তামাশার নির্বাচন: ডা. ইরান

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগ একতরফা নির্বাচন জনগণের জন্য নয়, নিজেদের লুটপাটের রাজত্ব অব্যাহত রাখার জন্য করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগের জনসমর্থন এখন শুন্যের কোঠায়। তাই লুটপাট ও অর্থপাচারকারী সিন্ডিকেট চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সফল হলে শেখ হাসিনার নেতৃত্বে দেশে স্মার্ট বাকশাল কায়েম হবে। ৭৪ সালের মতো ভয়াবহ দুর্ভিক্ষ হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) পল্টন কালভার্ট রোড এলাকায় বাংলাদেশ লেবার পার্টি পক্ষে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ গণসংযোগ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ তারা আইন শৃঙ্খলাবাহীনি ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুবৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ইমরান হোসেন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানসহ নেতা-কর্মীরা অংশ নেন।