স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
প্রথম নিউজ, ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নিতে এসেছেন সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবেশ করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াশিংটনভিত্তিক আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংস্থা দুটি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিক চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল মূলত বাংলাদেশের প্রি-অ্যাসেসমেন্ট করতে এসেছেন। তাদের মূল ফোকাস হলো সুষ্ঠু, স্বাধীন, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।
দলটি এরইমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন। গত শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।