‘স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

বৃহস্পতিবার (৭ নবেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় ৭ নবেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’

প্রথম নিউজ, জামালপুর: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃতে ১৭ বছর বিএনপির অনেক নেত-কর্মীর জীবন ও ত্যাগের বিনিময়ে, হামলা-মামলা, জেল-জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু এই বাংলাদেশ এখনও স্থায়ী গণতন্ত্রের রূপ পায়নি। এখনও স্বপ্নের বাংলাদেশ আমরা রুপান্তর করতে পারিনি। 

তিরি বলেন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, উন্নত, সমৃদ্ধ জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করে গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি আর বলেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ খোলা নেই। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দলীয় সকল কর্মকাণ্ডে অংশ গ্রহণের আহবান জানান।
বৃহস্পতিবার (৭ নবেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় ৭ নবেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা বিএনপির লক্ষাধিক নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।