সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন

প্রথম নিউজ, ঢাকা:  দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৫ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বাকি সবকটি খাতের শেয়ারের দাম কমেছে। ফলে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন এবং বিনিয়োগকারীদের বাজার মূলধনও। এর ফলে টানা তিন কর্মদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, রোববার দিনের প্রথম সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। তারপর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। ফলে দিনের বাকি সময় লেনদেন হয় সূচক পতনের মধ্য দিয়ে।

তাতে দিন শেষ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯১ কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

সব মিলিয়ে রোববার ২৯২টি কোম্পানির মোট ৭ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার ২১৪টি শেয়ার, বন্ড এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী আঁশের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- দেশবন্ধু, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, লাফার্জহোলসিম, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং খান ব্রাদার্স পিপি ওভেন বেগ লিমিটেডের শেয়ার।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭ পয়েন্টে। সিএসইতে ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৩৯৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ২ লাখ ৭৬ হাজার ৪৮৬ টাকার।