সুদান সংঘাতে ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: আইওএম
প্রথম নিউজ, ডেস্ক : সুদান সংঘাতে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ছবি: রয়টার্সসুদান সংঘাতে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ছবি: রয়টার্স
সুদানে কয়েক মাস ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি বলেছে, দেশটির সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ নিরসনের কোনও লক্ষণ দেখছে না তারা।
আইওএম বলছে, এপ্রিলের মাঝামাঝিতে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ৪০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্তত ১১ লাখ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। সাড়ে সাত লাখেরও বেশি মানুষ মিসর বা চাদে আশ্রয় নিয়েছে।
সংঘর্ষের মধ্যস্থতা করার আন্তর্জাতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছে আইওএম। জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত ৯টি যুদ্ধবিরতি চুক্তি হলেও সব ভেস্তে গেছে।
প্রায় পাঁচ মাস আগে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছিল সুদান। দেশটির জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের নেতৃত্বে সামরিক বাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনীর মধ্যে দীর্ঘ দিনের উত্তেজনা সে সময় প্রকাশ্য যুদ্ধে পরিণত হয়েছিল।