সীতাকুণ্ড গণধুলায়ের শিকার, ডাকাতের চাকুর আঘাতে গৃহ বধূসহ শিশু আহত
৮মাস চাকুরী না থাকায় ডাকাতি ছিন্তাই করে লিটন
প্রথম নিউজ, সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মুলয় পাড়া বাদশা মিয়ার বাড়িতে গতকাল বুধবার দুপর ২টার সয়ম লিটন নামে এক ব্যাক্তি ঢুকে পড়ে রিক্স ভ্যান চালক জয়নাল আবেদীনের ঘরে। ঘরের মধ্যে ঢুকে জয়নালের স্ত্রীকে বুকে চাকু ধরে বলে কি আছে বের কর। এই সময় সে চিৎকর দিলে ডাকাত লিটন ধারালো চুরিদিয়ে গলায় আজ্ঞাত করে। দ্বিতীয় বার মিনুর মূখে চাকু দিয়ে আজ্ঞাত করলে গালে মাথা ও শিশূটির গায়ে আজ্ঞাত লাগে তখন মিনু মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার আশে পাশের লোক তৎখনিক এগিয়ে আসলে ডাকাত লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।গ্রাম বাসি ডাকাতকে আটক করে গ ধূলায় দেয়। এইদিকে জয়নালের স্ত্রী ও শিশু সন্তান কে উদ্ধার ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেণ করে।
বর্তমানে মিনুর অবস্থা আসংখ্যা জনক চিকিৎসা চলছে।এইদিকে স্থানীয় লোকজন ডাকাতকে স্থানীয় লোকজন গণ ধূলায় দিয়ে সীতাকুণ্ড থানাকে খবর দিলে সন্ধা ৬টায় ফৌজদার হাট ফাড়ির পুলিশ এসে ডাকাত কে উদ্ধার করে নিয়ে যায়।ডাকাত লিটন বলেন চটগ্রাম নগরীর সাগরিকা নবী সাওদাঘরের কেরাং গাড়ি চালাত ।হটাৎ করে আমার চাকুরী চলে যায় জুন পর্যন্ত ৮ মাস। আমার ঘরে কিছ’ নাই, চাকুরী পাচ্ছি না ,ডাকাতি চিন্তাই করে সংসার চালায়। সকাল থেকে ভাটিয়ারী এলাকায় ঘুরা ঘুরি করে ,এই ঘরে কেউ নাথাকায় ঢুকে পড়ি। সে চিৎকার করায় তাকে চাকু দিয়ে শরীরে আঘাত করি ভয় লাগার জন্য।ডাকাত লিটনের বড়ি রাঙ্গামাটি, মাটি রাঙ্গার ,বরিবাজার,তুঙ্গাতুর থানা ইজ্জত আলির ছেলে।