শপথ নিলেন আরও তিন উপদেষ্টা

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান।

শপথ নিলেন আরও তিন উপদেষ্টা

প্রথম নিউজ, অনলাইন: অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও তিন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন তিন উপদেষ্টা হলেন- আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নতুন তিন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার দাঁড়িয়েছে ২৪ জনে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পতন হয় দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। এরপর ৮ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর দ্বিতীয়বারের মতো সম্প্রসারণ হয় উপদেষ্টা পরিষদ। তিন মাস অতিবাহিত হওয়ার পর সরকারের সফলতা-ব্যর্থতা নিয়ে যখন আলোচনা হচ্ছে ও নির্বাচনের দাবিতে বড় দলগুলো আওয়াজ তুলছে ঠিক তখনই সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়িয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস।