শিক্ষায় অবদানের জন্য ‘এনআরবি ডে অ্যাওয়ার্ড’ পেয়েছেন নর্থ সাউথের উপাচার্য
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এনআরবি ডে অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন
প্রথম নিউজ, ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এনআরবি ডে অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন। ‘বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের’ স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন। বুধবার এনএসইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’স (এনআরবি) ফাউন্ডেশন ও বাংলাদেশ স্কলারস ফাউন্ডেশন রাজধানীতে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ অনুষ্ঠানে অধ্যাপক আতিকুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews