লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মো. সায়মন (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) রাত রাত পৌনে এগারোটার দিকে লালবাগের আজিমপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সায়মনকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তারক্ষী জয়নাল আবেদিন বলেন, রাতে তিনি আজিমপুরের বটতলা এলাকায় রিকশা থামিয়ে প্রস্রাব করার জন্য রাস্তার পাশে একটি টিনের প্রাচীরের পাশে যান। সেখানে টিনের প্রাচীর বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।