রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড
দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী
প্রথম নিউজ, ডেস্ক : দুই বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ। সেসময় রাহুল বলেন, সব মোদি কেন চোর হয়? এতে ‘মোদি’ পদবীর অসম্মান হয়েছে বলে রাহুলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যদিও রাহুলের দাবি, তিনি নরেন্দ্র মোদির সঙ্গে, নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। মোদি পদবীর অসম্মানের উদ্দেশ্য তার ছিল না। কিন্তু সুরাটের একটি আদালত রাহুলকে এ জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছে। রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি।
জানা গেছে, রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। তবে কারাদণ্ড দেয়া হলেও এখনই জেলে যেতে হচ্ছে না এই কংগ্রেস নেতাকে। তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতে রায় নিয়ে আপিল করতে পারবেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
।