রাশিয়ার বাজেট পরিকল্পনায় ইউক্রেন যুদ্ধেই ব্যয় তিন ভাগ
ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে ২০২৪ সালে ‘জাতীয় প্রতিরক্ষা’ বিভাগের অধীনে ব্যয়ের পরিমাণ হতে পারে ১০.৭৮ ট্রিলিয়ন রুবল বা (১০৯ বিলিয়ন ডলার)। পরবর্তী বছরের মোট বাজেটের পরিমাণ ৩৬.৬৬ ট্রিলিয়ন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুদ্ধরত রাশিয়ায় চলছে বাজেট পরিকল্পনা। ইতোমধ্যেই দেশটির বাজেট সম্পর্কে একটি খসড়া ধারণা পাওয়া গেছে। আগামী বছর মোট বাজেটের একটি বিশাল অংশ ব্যয় হবে প্রতিরক্ষা খাতে। গত বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি। ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে ২০২৪ সালে ‘জাতীয় প্রতিরক্ষা’ বিভাগের অধীনে ব্যয়ের পরিমাণ হতে পারে ১০.৭৮ ট্রিলিয়ন রুবল বা (১০৯ বিলিয়ন ডলার)। পরবর্তী বছরের মোট বাজেটের পরিমাণ ৩৬.৬৬ ট্রিলিয়ন।
ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ জোরদারে আগামী বছর রাষ্ট্রীয় ঋণ গ্রহণের পরিকল্পনা চলছে। এ লক্ষ্যে তেল ও গ্যাসের রাজস্ব আদায়ে জোর দেওয়া হবে। রয়টার্স, আলজাজিরা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার এক প্রতিদেনে বলা হয়েছে, ২০২১ সালে মস্কোর প্রতিরক্ষা ব্যয় খাতে বরাদ্দ ছিল মোট ৩.৫৭ ট্রিলিয়ন রুবল। সেসময় এ অর্থের পরিমাণ মোট ব্যয়ের ১৪.৪ শতাংশ ছিল। ২০২২ সালে প্রতিরক্ষা ব্যয়ের অংশ বেড়েছে ১৭.৭ শতাংশ।
অবশ্য ২০২২-এর ব্যয়ের পরিসংখ্যান পরবর্তীতে অনলাইন বাজেট পোর্টাল থেকে মুছে ফেলা হয়েছিল। ২০২৩-এর জন্য নতুন করে ডেটা অর্থ মন্ত্রণালয় ২০২৪-২৬ বাজেট পরিকল্পনার অংশ হিসাবে প্রকাশিত হয়।
গত বৃহস্পতিবার এ বিষয়ে অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ বলেন, ‘বাজেটের কাঠামো দেখায় যে আমাদের বিজয় নিশ্চিত করার ওপর প্রধান জোর দেওয়া হয়েছে। সেনাবাহিনী, প্রতিরক্ষা সক্ষমতা, সশস্ত্র বাহিনী, যোদ্ধা-ফ্রন্টের জন্য প্রয়োজনীয় সবকিছু বাজেটে রয়েছে। এটি বাজেটের জন্য একটি বড় চাপ, একটি ছোট নয়, তবে এটি আমাদের সম্পূর্ণ অগ্রাধিকার।’
প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির জন্য ক্ষতিপূরণের জন্য মস্কো কার্যকরভাবে শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যয় স্থগিত করবে। রাস্তা, অবকাঠামো এবং নির্মাণকে অন্তর্ভুক্ত করে ‘জাতীয় অর্থনীতি’তে ব্যয়ের অংশ ২০২৪ সালে কমে ১০.৬% হবে।
পাশাপশি রাষ্ট্রীয় বেতন, পেনশন এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে ব্যয় অনেকটাই কমে আসবে। গত সপ্তাহে এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো বাজেটের জন্য ‘অত্যাবশ্যকীয়’। কারণ রাশিয়া ‘হাইব্রিড যুদ্ধের অবস্থায়’ বাস করছে।