রানির শেষকৃত্যে যোগ দেবেন জাপানের সম্রাট

জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন

রানির শেষকৃত্যে যোগ দেবেন জাপানের সম্রাট
রানির শেষকৃত্যে যোগ দেবেন জাপানের সম্রাট-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

আগামী সোমবার রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন নির্ধারণ করা হয়েছে। খবর এনএইচকের।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু সাংবাদিকদের বলেছেন, ব্রিটেনের রাজ পরিবারের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর সরকার তাদের উপস্থিতির জন্য অনুরোধ জানায়।

গত ৮ সেপ্টেম্বর রানি মারা গেছেন। রাজ পরিবারের সদস্য এবং সরকার প্রধানসহ গোটা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ লন্ডনের ওয়েস্ট মিনিস্টার উপাসনালয়ে তার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন।

সম্রাট দম্পতি শনিবার জাপান ত্যাগ করবেন এবং মঙ্গলবার দেশে ফিরে আসবেন। শুক্রবার মন্ত্রিসভার এক বৈঠকে সফরের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৯ সালে সিংহাসনে আরোহণের পর থেকে এটা হবে সম্রাট দম্পতির দেশের বাইরে প্রথম রাষ্ট্রীয় সফর।

মাৎসুনো বলেছেন, সম্রাটের পরিবার এবং ব্রিটেনের রাজ পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও অন্ত্যেষ্টিতে যোগ দেবেন না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom